গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ২৮ জনে পৌঁছেছে, জানায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ৯৬২ জন ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৫২ জন নিহত এবং ২০৩ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে।