গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজার ৮০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ২৮ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের এই নিরলস হামলায় বহু হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, এবং গির্জা ধ্বংস হয়ে গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বানের পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজায় বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এতে উপত্যকাজুড়ে মানবিক বিপর্যয় তীব্রতর হয়েছে।