গাজায় ইসরায়েলি বর্বরতা: ৫ দিনে ৭০ শিশুর মৃত্যু
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলা নতুন মাত্রায় পৌঁছেছে। গত পাঁচ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৭০ শিশু। ১৬ মাস ধরে চলমান এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
রোববার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে গাজার সিভিল ডিফেন্স সার্ভিসের বরাতে জানানো হয়, ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছে এই শিশুরা। তবে তাদের বয়স সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, “নতুন বছর গাজার শিশুদের জন্য আরও বেশি মৃত্যু ও দুর্ভোগ নিয়ে এসেছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজায় ধারাবাহিক বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে।
গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এই হামলায় প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইসরায়েল তার হামলা বন্ধ করেনি। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়লেও ইসরায়েল তার আগ্রাসন বন্ধে উদাসীন।