গাজাবাসীর নিরাপত্তা কামনা ট্রাম্পের: “তারা নরকের মধ্য দিয়ে গেছে”
গাজার মানুষের দুর্দশা নিয়ে এবার সহানুভূতিশীল মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজার মানুষ যেন নিরাপদে থাকতে পারে—তিনি সেটাই চান। পাশাপাশি তিনি মন্তব্য করেন, গাজার মানুষ “নরকের ভেতর দিয়ে গেছে।”
শুক্রবার (৪ জুলাই) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ট্রাম্প বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা সত্যিই নরকের ভেতর দিয়ে গেছে।” তিনি এসব কথা বলেন, যখন এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, তিনি এখনও কি চান যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ করুক?
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথমবার গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব দেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপরেও গত কয়েক মাসে তিনি সময়-সময় এই প্রস্তাব আবারও সামনে এনেছেন।
এই সপ্তাহের শুরুতেও ট্রাম্প জানান, তিনি আশা করছেন আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে। সেইসঙ্গে তিনি জানান, ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে একটি বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্লেষক এই অভিযানের নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে এটিকে সরাসরি “গণহত্যা” বলেও আখ্যায়িত করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫৭ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।