বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব মেডিকেল রিপোর্ট আগামী শুক্রবারের (১৭ জানুয়ারি) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময়ে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ জানান, সোমবারই রিপোর্ট পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। তিনি বলেন, "বেগম খালেদা জিয়া বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ভিডিও থেরাপি চলমান রয়েছে।"
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পরবর্তী চিকিৎসার কী প্রয়োজন, তা সব রিপোর্ট পাওয়ার পরেই নির্ধারণ করা হবে।
খালেদা জিয়ার চিকিৎসা এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে হাসপাতালের সামনে প্রবাসী বাংলাদেশিরা এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা আশা করছেন, শুক্রবারের মধ্যেই সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে। এর পরেই চিকিৎসার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশের জনগণের দোয়া এবং সমর্থন তার দ্রুত সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তার পরিবার ও চিকিৎসকরা।