রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৪

খাবারে সায়ানাইড মিশিয়ে ১৪ বন্ধুকে হত্যা, নারীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

খাবারের সঙ্গে সায়ানাইড মিশিয়ে অন্তত ১৪ জনকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। ওই নারীর নাম সারারাত রংসিউথাপর্ন। গত বুধবার ব্যাংককের একটি আদালত এই রায় দেন। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব গড়ে তোলার পর খাবারের সঙ্গে ভয়ঙ্কর বিষ সায়ানাইড মিশিয়ে হত্যা করতেন এক থাই নারী। এভাবে ১৪ জনকে হত্যা করেছেন তিনি।

আদালতের নথি অনুযায়ী, ওই নারী খাবারে সায়ানাইড মিশিয়ে তার বান্ধবী সিরিপর্ন খানওংকে হত্যা করেন। এরপর সম্পদ লুট করেন, যার আর্থিক মূল্য ৪ হাজার ৪০০ মার্কিন ডলারের বেশি।

সিরিপর্ন খানওংকে হত্যায় জড়িত সন্দেহে গত বছর এপ্রিল মাসে সারারাত গ্রেপ্তার হন। সারারাতের সাবেক স্বামী পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। সারারাত গ্রেপ্তারের পর জানা যায়, বিচ্ছেদের পরও সাবেক স্বামীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ