ক্রোমের ডেস্কটপ সংস্করণে যুক্ত হচ্ছে জেমিনি লাইভ, যেসব সুবিধা পাওয়া যাবে
গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা ‘জেমিনি লাইভ’ যুক্ত করতে যাচ্ছে। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারের সময় জেমিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
জেমিনি লাইভের বিশেষত্ব:
- মানুষের সঙ্গে আলোচনার মতো সরাসরি কথোপকথনের সুবিধা।
- আগের প্রসঙ্গ উল্লেখ না করেও ধারাবাহিক প্রশ্ন করার সুযোগ।
- প্রয়োজনমতো ১০টি ভিন্ন কণ্ঠস্বরে উত্তর শোনার সুবিধা।
ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে এই সুবিধার একটি ফ্ল্যাগ শনাক্ত হয়েছে, যা ‘জিএলআইসি’ (Gemini Live in Chrome) নামে চিহ্নিত। এই ফ্ল্যাগ সক্রিয় করলে ব্রাউজারের ট্যাবে একটি বিশেষ চিহ্ন দেখা যায় এবং ব্যবহারের জন্য মাইক্রোফোন ও অবস্থানের অনুমতি প্রয়োজন হয়।
গুগলের পূর্ববর্তী কার্যক্রম:
- গত মে মাসে গুগল আই/ও সম্মেলনে জেমিনি লাইভের ঘোষণা দেওয়া হয়।
- সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড এবং নভেম্বর মাসে আইওএস ডিভাইসের জন্য এটি উন্মুক্ত করা হয়।
- বর্তমানে শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন।
এ সুবিধা যুক্ত হলে ক্রোমের ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো না আসলেও এর সম্ভাব্য কার্যকারিতা ইতোমধ্যে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০