কোরিয়ান অভিনেত্রী কিম সে-রন (৪) রহস্যজনকভাবে মারা গেছেন। দেশটির পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
‘ব্লাডহাউন্ডস’ এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন কিম। এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার কিমের এক বন্ধু তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজনকে জানান। পরে বিকেলে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
কিমের ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট ছিল গত জানুয়ারি মাসে। এরপর থেকে তিনি অনলাইনে খুব বেশি সক্রিয় ছিলেন না।
২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় কিমের। এরপর ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০), ‘দ্য নেবারস’ এবং ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি।
তবে ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ তার ক্যারিয়ারে বড় ধাক্কা নিয়ে আসে। এর জন্য তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। ২০২৩ সালের এপ্রিলে অভিনয়ে ফিরতে চাইলেও শারীরিক অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়নি।
পুলিশ এখনো তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি এবং তদন্ত অব্যাহত রয়েছে।