রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৩৬

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে

দেশের বাজারে লেনোভোর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসমৃদ্ধ পাঁচটি নতুন মডেলের ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫ এবং লিজিয়ন ৫আই মডেলের ল্যাপটপগুলো উন্মুক্ত করা হয়।

ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) মডেলটিকে একটি প্রিমিয়াম ল্যাপটপ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা পেশাজীবী, নির্মাতা ও প্রোগ্রামারদের দ্রুত কাজের সুবিধা দেবে। লিজিয়ন ৫আই মডেলটি ১৪ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ও এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিকস সমৃদ্ধ, যা উচ্চমানের গেমিং ও ভিডিও স্ট্রিমিংকে সহজতর করবে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে লেনোভো, ইন্টেল ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। এতে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন খন্দকার এবং লেনোভো ইন্ডিয়ার কনজ্যুমার ল্যাপটপ বিভাগের চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ