রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৫

কুয়েত দূতাবাসের সতর্কবার্তা: বাংলাদেশি কর্মীদের জন্য নির্দেশনা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৪, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

কুয়েত দূতাবাসের সতর্কবার্তা: বাংলাদেশি কর্মীদের জন্য নির্দেশনা

কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং কুয়েতে আসতে আগ্রহী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ১২ ডিসেম্বর দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সঠিক তথ্যের অভাবে অনেক বাংলাদেশি মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিভ্রান্তি ও বিপদে পড়ছেন।

কুয়েতে একজন প্রবাসী কর্মীর সর্বনিম্ন মাসিক বেতন ৭৫ কুয়েতি দিনার। হোস্টেলে থাকার সুযোগ থাকলেও খাবার, মোবাইল এবং অন্যান্য ব্যক্তিগত খরচের জন্য মাসে ন্যূনতম ৩০ কুয়েতি দিনার ব্যয় হয়। এ ছাড়া ইকামা নবায়ন বা স্থানান্তরের জন্য ৬০ থেকে ৩৬০ কুয়েতি দিনার পর্যন্ত সরকারি ফি রয়েছে। যদিও এই ফি কোম্পানি বহন করার কথা, বাস্তবে তা অনেক ক্ষেত্রেই কর্মীদের কাছ থেকে আদায় করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু প্রজেক্টের মেয়াদ এক বছর বা তার কম থাকলেও কর্মীদের এ বিষয়ে আগেই জানানো হয় না। ফলে তারা অর্থনৈতিক সংকটে পড়েন এবং ইকামাহীন অবস্থায় পড়ার ঝুঁকিতে থাকেন। এ অবস্থায় কর্মীদের জন্য নিয়োগকর্তা, বেতন এবং চুক্তিপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।

কুয়েতে তথাকথিত ‘ফ্রি ভিসা’ বা ব্যক্তিগত কাফিলের অধীনে আসার বিপদের বিষয়েও সতর্ক করা হয়েছে। অনেক ক্ষেত্রে ‘ফ্রি ভিসা’ নিয়ে আসা কর্মীদের কাজের নিশ্চয়তা থাকে না এবং আইন লঙ্ঘনের ঝুঁকিতে পড়েন। অবৈধভাবে কাজ করলে কুয়েত পুলিশ গ্রেপ্তার করে জেল বা দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। এমনকি কম মজুরি এবং শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে, যা ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বাংলাদেশ থেকে কুয়েতে আসার আগে নিয়োগকর্তা, কর্মস্থল, চুক্তির মেয়াদ এবং বেতন-ভাতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এবং তথাকথিত ‘ফ্রি ভিসা’ এড়িয়ে চলার জন্য বাংলাদেশি কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ