কিয়েভের ৬ দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে দফায় দফায় এই হামলা চালায় রাশিয়া। কিয়েভের আকাশে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানান, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে হাইপারসনিক কিনঝাল এবং ইস্কান্দার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনসহ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রাশিয়া জানিয়েছে, তাদের রোস্তভ অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তারা ইউক্রেনের সামরিক স্থাপনায় দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে।