প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় উন্মুক্ত হয়েছে কাতারের আকাশসীমা। এর ফলে আবারও চালু হয়েছে দোহাগামী সব ফ্লাইট। একইসঙ্গে ওমানের মাস্কট থেকে ফিরিয়ে আনা ফ্লাইটও দোহা অভিমুখে ছেড়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর এক বিবৃতিতে জানান, সোমবার রাতে কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার পর ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটকে মাস্কটে অবতরণ করতে হয়। পরে সেখান থেকে জ্বালানি নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। যাত্রীদের হোটেল ও বিমানবন্দরে সাময়িক রাখা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় ফ্লাইটটি পুনরায় দোহার উদ্দেশ্যে যাত্রা করে।
তিনি আরও জানান, দোহা হয়ে জেদ্দা যাওয়ার যেসব যাত্রী শাহজালালে অফলোড হয়েছিলেন, তাদেরও পুনরায় দোহা হয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে। বর্তমানে কোনও ফ্লাইট জটিলতা নেই এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট চলাচলও স্বাভাবিক রয়েছে। হজ ফ্লাইট পরিচালনাতেও কোনও বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য, গত ২৩ জুন রাতে ইরানের হামলায় কাতারে অবস্থিত মার্কিন এয়ারবেইজে আঘাত হানার পরপরই কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এরপর নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনও তাদের আকাশসীমা সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রাখে।
তবে সর্বশেষ তথ্যমতে, ২৪ জুন ভোর ৩টার পর থেকে এসব দেশের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে, এবং এখন দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।