বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কলম্বোতে ব্যাট হাতে নেমেই বিপাকে পড়েছে সফরকারী বাংলাদেশ দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই ৮ উইকেটে ২২০ রান করে দিন শেষ করেছে টাইগাররা। এই মাঠে সাধারণত ব্যাটিং-বান্ধব কিংবা স্পিন সহায়ক পিচ দেখা গেলেও এবার ছিল ব্যতিক্রম। পিচে ছিল অসম বাউন্স ও দুই রকম গতি, যা ভড়কে দিয়েছে ব্যাটারদের।
বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম জানিয়েছেন, উইকেট কিছুটা স্লো হলেও শট খেলেই রান করতে হবে। তিনি বলেন, “গলেও আমরা ভালো শট খেলেছি, বাউন্ডারি এসেছে। কিন্তু আজ হয়তো দিনটা ছিল না আমাদের।” কলম্বোতে এটি ছিল সাদমানের প্রথম ম্যাচ, যেখানে তিনি ৯৩ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন।
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কানদাম্বিও উইকেটকে অস্বাভাবিক হিসেবে অভিহিত করেছেন। প্রায় ১৫ বছর এই ভেন্যুতে খেলা এই কোচ বলেন, “এসএসসি’র এই পিচ একদমই ব্যতিক্রম। অসম বাউন্স দেখে আমরাও চমকে গেছি। তবে একে মরণফাঁদ বলার সুযোগ নেই।” তিনি জানান, শুরুতে তিন পেসার খেলানোর পরিকল্পনা থাকলেও উইকেট দেখে সে সিদ্ধান্ত বদলানো হয়।
বাংলাদেশের ব্যাটাররা শুরুতে কিছুটা থিতু হলেও, চারজনই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইকেট হারান। যার ফলে বড় ইনিংস গড়ার সুযোগ হারায় দলটি। মুশফিকুর রহিম করেন ৩৫, লিটন দাস ৩৪ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৩১ রান। লঙ্কানদের হয়ে সমান ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও সোনাল দিনুশা।
প্রথম ইনিংসে বড় রান তোলার লক্ষ্য থাকলেও, কলম্বোর বাউন্সি পিচে ব্যাটারদের আগ্রাসী মানসিকতাই কাল হয়েছে বাংলাদেশের জন্য। দ্বিতীয় দিন দলটির জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, যেখানে প্রয়োজন ধৈর্য, ব্যাটিং দৃঢ়তা এবং বোলারদের কার্যকর পরিকল্পনা।