রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এই বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা গতকাল সোমবার এ বিষয়ে নিশ্চিত করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ১৮৯ জন ইউক্রেনীয় সেনা মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আজভস্তাল, মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা রয়েছেন।
মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় তাঁদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। সেখানে উপস্থিত সাংবাদিকেরা তাঁদের অভিব্যক্তি লিপিবদ্ধ করেছেন। মুক্তি পাওয়া সেনা আনাতোলি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমরা দেশে ফিরেছি। এখন আমাদের যা কিছু আছে, তা দিয়ে আমরা ইউক্রেনকে সাহায্য করব।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন। তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা বলেন, ‘শিগগিরই তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে মিলিত হবেন এবং নববর্ষ উদ্যাপন করবেন।’
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন ৫৯ বার বন্দিবিনিময় করেছে। এটি অন্যতম বৃহৎ বন্দিবিনিময়ের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।