ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটাররা বাংলাদেশের বোলারদের শাসন করেছেন। শারেফানে রাদারফোর্ড ৮০ বলে ১১৩ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন।
সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের সর্বোচ্চ ৭৪ রান করেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৪৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
জয়ের পর রাদারফোর্ড বলেন, "দারুণ লাগছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য। প্রথম সেঞ্চুরি পাওয়াটা দারুণ অনুভূতি। আমি খুশি যে আমি দলের জন্য কিছু করতে পেরেছি।"
তিনি আরও বলেন, "শুরুতে কিছুটা কঠিন ছিল, তবে উইকেট পরে ভালো হয়েছে। আমি নিজেকে কিছুটা সময় দিয়েছি, পরে তা পুষিয়ে দিয়েছি।"
বাংলাদেশের রান কম হয়েছে কি না, এমন প্রশ্নে রাদারফোর্ড বলেন, "আমরা ভালো বল করেছি। তারা ভালো ব্যাট করেছে, তবে শেষ দিকে আমরা রানের লাগাম টেনে ধরেছি। বোলারদের জন্য এটি ভালো ছিল। পরের ম্যাচে আমরা আবারও ভালোভাবে ফিরে আসতে চাই।"