ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরি গ্রেপ্তার এড়াতে পেছনের দরজা দিয়ে বিলের পথে পালিয়ে যান।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার একটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাহেরি বাড়ির ভেতরে আশ্রয় নেন এবং পরে পেছনের বিল দিয়ে পালিয়ে যান।
তাহেরির ভক্তরা পুলিশের তিনটি যানবাহনে হামলা চালিয়ে সেগুলো ভাঙচুর করে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। আটককৃতরা হলেন ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের বাড়ি নাজিরাবাড়ি এলাকায়।
এর আগে শুক্রবার আখাউড়ায় আরেকটি অনুমতিহীন মাহফিলে পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত মাহফিল শেষ করতে বলা হলে সহকারী উপপরিদর্শক (এসআই) আহত হন। মাহফিলে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। তবে তাহেরি এখনও পলাতক। তার অনুসারীদের নিয়ন্ত্রণে আনতে এবং আইনের শাসন বজায় রাখতে অভিযান অব্যাহত রয়েছে