রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫০

ওমানে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: উত্তর বঙ্গ উইংসের আয়োজন

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
ওমানে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: উত্তর বঙ্গ উইংসের আয়োজন

ওমানে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: উত্তর বঙ্গ উইংসের আয়োজন

ওমানের মাসকাটে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত নবগঠিত উত্তর বঙ্গ উইংসের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) মাসকাটের একটি অভিজাত ভেন্যুতে এ গেট টুগেদার অনুষ্ঠিত হয়। এতে উত্তর বঙ্গের প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো প্রাণবন্ত অংশগ্রহণ করেন।

ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গাল্ফ এক্সচেঞ্জের সিও ইফতেখার উর হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিআইপি রেজাউল করিম, আজিমুল হক বাবুল সিআইপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আবদুর রহিম।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহসিন আলী সরকার, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার মো. আরিফ, ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি), ইঞ্জিনিয়ার আবদুল মাজিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহরাব, ইঞ্জিনিয়ার সনজিত, ইঞ্জিনিয়ার মাসুদসহ উত্তর বঙ্গ উইংসের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রবাসীদের একত্রিত করার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তর বঙ্গ উইংসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ আয়োজনে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নোয়াখালী উইংস, চট্টগ্রাম উইংস, ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস, স্পোর্টস উইংস, যুব উইংস এবং মিডিয়া কর্মীসহ ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।

এই গেট টুগেদার ওমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জোরদার করতে একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে। অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম উত্তর বঙ্গ উইংসের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছে এবং প্রবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত