ওমানে দিনব্যাপী সাপ্তাহিক আড্ডা, পিকনিক ও সংবর্ধনা উদযাপন
গত শুক্রবার ওমানে আল আমরাত অঞ্চলে বন্ধু মহলের উদ্যোগে এক দিনব্যাপী সাপ্তাহিক আড্ডা, পিকনিক ও সংবর্ধনা উদযাপিত হয়। মোহাম্মদ সুমন ও মোহাম্মদ রাশেদের যৌথ পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নানা ধরনের আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন।
প্রথম পর্বে গ্রামীণ পরিবেশে হাত জাল দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দক্ষতার সঙ্গে মাছ ধরেন। পরে, প্রাকৃতিক পরিবেশে সেই মাছ দিয়ে দুপুরের খাবার প্রস্তুত করা হয়।
এরপর, বন্ধু মহলের সিনিয়র সদস্য মুজাহিদ বিন আলী তার শ্রদ্ধেয় পিতার ওমান আগমনের উপলক্ষ্যে ফুল দিয়ে বরণ করেন। একই সময়ে, বন্ধু মহলের আরেক সিনিয়র সদস্য এম রাশেদুল ইসলাম মিয়াজির বিবাহ উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
পরে, বিকালে সদস্যদের মধ্যে আড্ডা ও গান পরিবেশন করা হয়, যা পুরো অনুষ্ঠানে প্রাণবন্ত এক পরিবেশ সৃষ্টি করে। সন্ধ্যায় আয়োজন করা হয় বারবিকিউ পার্টি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্যসহ ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিরা। রাতের ডিনারের পর, আয়োজক মো. রাশেদ অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।