শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫| রাত ১২:২০

এসএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস ১৩৪ প্রতিষ্ঠানে, পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে

প্রতিবেদক
staffreporter
জুলাই ১০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
এসএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস ১৩৪ প্রতিষ্ঠানে, পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে

এসএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস ১৩৪ প্রতিষ্ঠানে, পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। এক বছরের ব্যবধানে এই সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা যায়, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে পাসের হারে ১৪ দশমিক ৫৯ শতাংশের উল্লেখযোগ্য পতন ঘটেছে।

এছাড়াও, পাসের হারে এবারও ছাত্রীদের এগিয়ে থাকা অব্যাহত রয়েছে। ছাত্রীদের গড় পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। ফলে টানা ১০ বছর ধরে ছাত্রীদের অগ্রগামিতাই বজায় থাকলো।

এ বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় অনেক কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। অর্থাৎ, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ফলাফল বিশ্লেষণ বলছে, পাসের হার ও কৃতিত্বপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়ায় শিক্ষা খাতে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি