এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের মডেলে নতুন দল গঠনের প্রস্তুতি ছাত্রদের
স্বাধীনতার পর বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও খুব কম দলই দীর্ঘস্থায়ী হতে পেরেছে। দেশের রাজনীতিতে মূলত আওয়ামী লীগ ও বিএনপির আধিপত্য থাকলেও নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাবের চেষ্টা মাঝে মাঝেই দেখা গেছে।
এবার সেই চেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন একটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা ছাত্রদের নেতৃত্বেই গঠিত হবে। নতুন এই দলের নীতিনির্ধারকরা জানাচ্ছেন, তারা প্রচলিত বাম বা ডানপন্থী কোনো আদর্শের অনুসারী না হয়ে মধ্যপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান।
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তত্ত্বাবধানে দলটি গঠিত হচ্ছে। সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, তারা কোনো ধর্মভিত্তিক বা ধর্মনিরপেক্ষ তকমায় আটকে থাকতে চান না, বরং সাম্য, ন্যায়বিচার ও সুশাসনের ওপর গুরুত্ব দিচ্ছেন।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, “আমরা এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয় হওয়ার পদ্ধতি নিয়ে গবেষণা করছি।”
তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য দুর্নীতি বিরোধিতা, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। অভিজ্ঞদেরও দলে অন্তর্ভুক্ত করা হবে, তবে নেতৃত্ব থাকবে তরুণদের হাতে।”
নতুন এই দলটি শুরুতেই জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় এবং সম্ভাব্য সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে বড় রাজনৈতিক দল হয়ে ওঠার চ্যালেঞ্জে কতটা সফল হবে, সেটিই এখন দেখার বিষয়।