সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:২৪

এফবিআইয়ের প্রধান পদে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
এফবিআইয়ের প্রধান পদে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন

এফবিআইয়ের প্রধান পদে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর নতুন পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন অনুমোদন করে, যা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার জন্য এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।

৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং তাঁর প্রশাসনের প্রতি অগাধ আনুগত্যের জন্য আলোচিত। সিনেটে ৫১-৪৯ ভোটে তাঁর নিয়োগ অনুমোদিত হয়। ডেমোক্র্যাটদের সবাই তাঁর বিরুদ্ধে ভোট দেন, সঙ্গে ছিলেন দুই মধ্যপন্থী রিপাবলিকান—সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি। এ দুই সিনেটর অতীতে প্যাটেলের রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং এফবিআইয়ের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

প্যাটেলের পক্ষে থাকা রিপাবলিকানরা বলছেন, এফবিআই-এর প্রতি জনগণের আস্থা কমে গেছে, যা পুনরুদ্ধার করতে এবং সংস্থাকে সংস্কার করতে পারবেন প্যাটেল। তবে ডেমোক্র্যাটরা একে ভয়ংকর সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, প্যাটেল অতীতে ট্রাম্প-বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তিনি এফবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারেন।

সিনেটর ডিক ডারবিন এক বিবৃতিতে বলেন, ‘‘এফবিআই-এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’’

ক্যাশ প্যাটেল একসময় প্রকাশ্যে এফবিআই-এর সমালোচনা করতেন এবং ‘ডিপ স্টেট’ (রাষ্ট্রের অভ্যন্তরে ছায়া সরকার) নিয়ে বিশ্বাস প্রচার করতেন। তাঁর মতে, এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে এবং সংস্থাটির ব্যাপক সংস্কার প্রয়োজন।

নিউইয়র্কে জন্ম নেওয়া প্যাটেলের বাবা-মা ভারতীয় অভিবাসী, যাঁরা গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ক্রিমিনাল জাস্টিস ও ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে পেস ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পড়াশোনা করেন।

২০১৯ সালে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়ে প্যাটেল দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রতি তাঁর অগাধ আনুগত্যই তাঁকে এই উচ্চপদে পৌঁছে দিয়েছে। এখন এফবিআই-এর নতুন প্রধান হিসেবে তাঁর ভূমিকা কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে বিতর্ক চলছেই।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ