রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| সন্ধ্যা ৬:৩৮

এক লাখ ডলার ও ইইউভুক্ত দেশ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে খুনি নিয়োগ দেয় ইউক্রেন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

এক লাখ ডলার ও ইইউভুক্ত দেশ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে খুনি নিয়োগ দেয় ইউক্রেন

রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় সন্দেহভাজন এক উজবেক নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। এফএসবির দাবি, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা তাকে এই হত্যাকাণ্ডে নিয়োগ দেয় এবং পুরস্কার হিসেবে এক লাখ ডলার ও ইইউভুক্ত দেশে ভ্রমণের প্রতিশ্রুতি দেয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোয় একটি বিস্ফোরণে ইগর কিরিলভ ও সহকারী মেজর পোলিকারপভ নিহত হন। এ ঘটনায় ইউক্রেন গুপ্তহত্যার দায় স্বীকার করেছে।

এফএসবির মতে, গ্রেপ্তারকৃত ব্যক্তি মস্কোতে গিয়ে কিরিলভের বাসার সামনে একটি বৈদ্যুতিক স্কুটারে শক্তিশালী বিস্ফোরক ডিভাইস স্থাপন করেন। পরে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়। অভিযুক্ত সন্ত্রাসী একটি গাড়ি ভাড়া করে এবং বিস্ফোরণের পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে একটি ওয়াই-ফাই ভিডিও ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন।

এফএসবির প্রেস অফিস জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি করা হবে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের শনাক্ত করতেও কাজ চলছে।

এই ঘটনায় মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং এটি দুই দেশের বিদ্যমান দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ