পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। তবে এটি এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে পারে।
যদিও শুরুর দিনে পরিবর্তন আসছে, তবে উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের বরাতে ভারতীয় এক দৈনিক এই তথ্য প্রকাশ করেছে।
গত মাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন, এবারের আইপিএল ২১ মার্চ শুরু হয়ে ২৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে সূচিতে পরিবর্তন আসলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকছে এবং ইডেন গার্ডেনেই ফাইনাল হবে।
গত বছরের শেষে অনুষ্ঠিত মেগা নিলামে ১৮২ জন ক্রিকেটার কেনার জন্য দলগুলো ৬৩৯.১৫ কোটি রুপি ব্যয় করে। এবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হন ঋষভ পান্ত, যাকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ। এটি আইপিএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।