রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৯

একজনের সঙ্গে জুটি গড়ে তুলব, এমন শিল্পী হতে চাইনি: ইরফান সাজ্জাদ

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

ইরফান সাজ্জাদ। অভিনেতা ও মডেল। নাটক, ওটিটি মাধ্যমে অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও তাঁকে দেখা যায়। ১০ বছর পর আগামী ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘ভয়াল’। এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে…

১০ বছর পর বড় পর্দায় ফিরছেন। এত বিরতির কারণ কী?

বেশ আগে ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’ নামে আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এরপর কেটে গেছে ১০ বছর। বিশাল একটা ব্রেক নিয়েছি। মানসিক প্রস্তুতি নিয়েই এত বছর পর ‘ভয়াল’ দিয়ে সিনেমায় আসছি। সেদিক দিয়ে ধরতে গেলে এটা আমার তৃতীয় সিনেমা। ভিন্ন কিছুর কথা চিন্তা করেই ফের সিনেমায় এসেছি। তার মানে এই নয় যে, মার-দাঙ্গা কিছু নিয়ে ফিরছি। সিনেমা তো বিভিন্ন রকম হতে পারে। সব ইন্ডাস্ট্রিতেই ভিন্ন ধরনের সিনেমা হয়। সবগুলো যে অ্যাকশন সিনেমা হয় এমন না।

সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন?

‘ভয়াল’ সিনেমার গল্প পাহাড়ি অঞ্চলের একটি গল্প। যেটা কিনা নির্মাণ হয়েছে গ্রামের রাজনীতির ওপর একটি ছেলে ও মেয়ের সামাজিক অবস্থানের ওপর ভিত্তি করে। পুরো গল্পটাই ভিন্ন। এমন গল্পের সিনেমা আমাদের দেশে আর কখনও হয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ