করোনার পর নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি)। এশিয়ার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস সম্প্রতি চীন, জাপান, মালয়েশিয়া এবং হংকংয়ে শনাক্ত হয়েছে। সোমবার ভারতের বেঙ্গালুরু শহরে দুই শিশুর শরীরে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়েছে।
হিউম্যান মেটোপনিউমোভাইরাস বা এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয় বলে জানিয়েছেন আইইডিসিআরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি জানান, ২০০১ সালে আবিষ্কৃত ইনফ্লুয়েঞ্জা ঘরানার এই ভাইরাস বহু আগেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে।
এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং শিশু, বয়স্ক ও গর্ভবতীদের বিশেষভাবে সাবধান থাকার গুরুত্ব তুলে ধরেছেন ডা. মুশতাক।
যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষণা অনুযায়ী, এই ভাইরাস সর্দি-কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। এটি ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করে, যা শিশু, বয়স্ক এবং গর্ভবতীদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ।
ডা. মুশতাক আরও বলেন, ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জার মতোই একটি রোগ। তবে এটি পর্যবেক্ষণে রাখা জরুরি, কারণ ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া মানুষের জন্য জটিলতা তৈরি করতে পারে। তিনি শিশু, বয়স্ক ও গর্ভবতীদের ক্ষেত্রে সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
২০০১ সালে নেদারল্যান্ডসে ২৮ শিশুর শরীরে ছড়িয়ে পড়ার পর প্রথম এই ভাইরাস আবিষ্কৃত হয়। এটি নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই বলে জানালেও, স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।