এআই প্রশিক্ষণে তথ্য ব্যবহারের অভিযোগ, মাইক্রোসফটের প্রতিবাদ
মাইক্রোসফটের বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন, যার মধ্যে ওয়ার্ড ও এক্সেল অন্তর্ভুক্ত, সেগুলোর তথ্য এআই মডেলকে প্রশিক্ষিত করতে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে মাইক্রোসফট এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচার নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই এই সন্দেহের সৃষ্টি হয়েছে। মাইক্রোসফটের দাবি, এআই প্রশিক্ষণের জন্য তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে না। বরং অনলাইন থেকে প্রাপ্ত উন্মুক্ত তথ্য ব্যবহার করা হয়।
এই বিতর্কের সূত্রপাত ২০২৪ সালের ২১ অক্টোবর প্রকাশিত মাইক্রোসফটের এক ‘লার্নিং ডকুমেন্ট’ থেকে, যেখানে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) প্রশিক্ষণে বিভিন্ন সূত্রের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। তবে সেখানে গ্রাহকদের তথ্য বাদ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।
মাইক্রোসফটের একজন মুখপাত্র রয়টার্সকে স্পষ্টভাবে বলেন, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অভিযোগ একেবারেই মিথ্যা এবং ভিত্তিহীন।