গত ছয় মাসে উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দোষীদের চিহ্নিত করে শাস্তির সুপারিশ করা হবে। পাশাপাশি, টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণে ১৩ সদস্যের একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্ট কপি ছাড়া টিকিট বুকিং করা যাবে না। এছাড়া, বুকিংয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে টিকিট ইস্যু না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বৃহস্পতিবার পর্যন্ত গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট আগামী এক সপ্তাহের মধ্যে যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বরসহ ইস্যু করতে হবে, অন্যথায় তিন দিনের মধ্যে এয়ারলাইনস তা বাতিল করবে।