ই-মেইলের জবাব না দেওয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীদের যেসব কর্মী কর্মবিবরণীর বিষয়ে করা ই-মেইলের জবাব দেবেন না, তাদের ব্যাপারে নতুন হুমকি দিয়েছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, এই ই-মেইলের অনুরোধটি একেবারেই তুচ্ছ ছিল এবং কর্মীদের জন্য এটি একটি সহজ পরীক্ষা ছিল, যা কিছু শব্দ টাইপ করে পাঠিয়ে দেওয়া প্রয়োজন ছিল। তবুও অনেক কর্মী এই তুচ্ছ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে কর্মীদের ব্যবস্থাপকেরা ই-মেইলের জবাব না দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মাস্ক আরও জানান, প্রেসিডেন্টের বিচক্ষণতার ওপর ভিত্তি করে কর্মীদের দ্বিতীয়বার ই-মেইলে সাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে, এবং দ্বিতীয়বার জবাব না দিলে চাকরিচ্যুত করা হবে।
২৩ লাখ ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন বিভাগ সৃষ্টি করেছেন, যার নাম ‘সরকারি দক্ষতা বিভাগ’ (ডিওজিই)। এই বিভাগের প্রধান হচ্ছেন মাস্ক। গত শনিবার সন্ধ্যায় ফেডারেল কর্মীদের একটি ই-মেইল পাঠানো হয়, যাতে তাদের গত সপ্তাহের কাজের হিসাব সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দিতে বলা হয়। ই-মেইলটি পাওয়ার পর মাস্ক এক্সে একটি পোস্ট দেন, যেখানে বলা হয়, ই-মেইলে সাড়া না দেওয়াকে কর্মীর পদত্যাগ হিসেবে গণ্য করা হবে।
তবে, মাস্কের এই হুমকির পর, যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) একটি স্মারক জারি করে জানিয়েছে যে, কর্মীদের এই ই-মেইলে সাড়া না দিলে তাদের বরখাস্ত করা হবে না, এবং এটি ঐচ্ছিক বিষয়। কর্মীরা ই-মেইলের জবাব দিলে অবশ্যই গোপনীয় এবং সংবেদনশীল তথ্য না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে।