ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বাইডেন ও মাখোঁর মাধ্যমে
ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির ‘প্রায় কাছাকাছি’ পৌঁছেছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
লেবাননের চারটি জ্যেষ্ঠ সূত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, “আমরা খুব কাছে এসেছি, তবে চূড়ান্ত কিছু না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না।” একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকেও আলোচনার সাফল্যের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির খসড়া অনুমোদনের জন্য আজ মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠকে বসবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, যেকোনো চুক্তির অধীনে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলার সক্ষমতা বজায় রাখবে। তবে লেবানন এ বিষয়ে আপত্তি জানিয়েছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে ২০২৩ সালের সেপ্টেম্বরে। ইসরায়েল লেবাননে স্থল অভিযান চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করে। নিহতদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন এবং প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ছিলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা জাগিয়েছে। লেবাননের ডেপুটি স্পিকার ইলিয়াস বওউ সাব বলেন, “নেতানিয়াহুর মনোভাব বদলে যাওয়া ছাড়া এই চুক্তিতে আর কোনো বড় বাধা নেই।”
এই চুক্তি সংঘাত কবলিত অঞ্চলে শান্তি ফেরাতে নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে আশা করা হচ্ছে।