ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৫৪ হাজার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনেই আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০০ জন। গত বছরের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫৪ হাজার ৪০০-তে পৌঁছেছে। শনিবার (৩১ মে) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ৬০ জন নিহতের লাশ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২৮৪ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে বা খোলা রাস্তায় আটকে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারকারীদের সীমিত সক্ষমতার কারণে।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তি হলেও ১৮ মার্চ তা বাতিল করে পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় হামলার মাত্রা আরও ভয়াবহ রূপ নেয়, বিমান ও স্থলপথে ব্যাপক আগ্রাসন চালানো হচ্ছে।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা বলছে, গাজার পরিস্থিতি ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। খাদ্য, পানি, ওষুধের সংকটে ভুগছেন প্রায় পুরো জনগোষ্ঠী। অসংখ্য মানুষ অনাহারে এবং চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন এবং এই অবরুদ্ধ ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগেই আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।