মার্কিন আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, টুইটারের শেয়ার কেনার তথ্য যথাসময়ে প্রকাশ না করে তিনি কৃত্রিমভাবে কম দামে শেয়ার কিনেছেন এবং এতে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এ মামলা করা হয়। অভিযোগ অনুযায়ী, মাস্ক ৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের তথ্য প্রকাশে ১১ দিন বিলম্ব করেন। আইন অনুসারে, শেয়ার কেনার তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকাশ করা বাধ্যতামূলক। এসইসির দাবি, এই বিলম্বের ফলে মাস্ক অন্তত ১৫০ মিলিয়ন ডলার কম দামে শেয়ার কিনতে পেরেছেন।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে এর নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন মাস্ক। তবে এর আগে ৫ শতাংশ শেয়ার কিনেছিলেন, যা প্রকাশের সময়সীমা লঙ্ঘন করেন। এসইসি আরও অভিযোগ করেছে, মালিকানা প্রকাশের পরদিনই টুইটারের শেয়ারের মূল্য ২৭ শতাংশ বৃদ্ধি পায়।
মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো এসইসির মামলাকে ভিত্তিহীন দাবি করে বলেন, ‘মাস্ক কোনো ভুল করেননি, আর এই মামলা শুধুমাত্র একটি ফরম জমা না দেওয়ার ইস্যুতে দায়ের করা হয়েছে।’
এর আগে, ২০২১ সালে মাস্ক ও তার ভাই কিমবাল মাস্কের বিরুদ্ধে টেসলার শেয়ার বিক্রির সময় অভ্যন্তরীণ লেনদেনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে।
মাস্কের বিরুদ্ধে এই অভিযোগের পাশাপাশি, তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনায় এসেছে। ট্রাম্প তাকে পরামর্শক দলের প্রধান করার আশ্বাস দিয়েছেন।
এসইসি এই মামলায় দাবি করেছে, মাস্ক সাধারণ বিনিয়োগকারীদের অজান্তে শেয়ার কিনে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে মাস্কের পক্ষে এই অভিযোগকে ‘মামলাবাজি ও হয়রানি’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।