ইলন মাস্কের ট্রাম্পের কর ও ব্যয় হ্রাস বিলের তীব্র সমালোচনা: ‘রিপাবলিকান পার্টির রাজনৈতিক আত্মহত্যা’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ও ব্যয় হ্রাস সংক্রান্ত খসড়া বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। মাস্ক বলেছেন, এই বিল ‘রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যা’ হবে এবং যুক্তরাষ্ট্রে লাখ লাখ চাকরি ধ্বংস করে ভবিষ্যতের শিল্প খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
শনিবার নিজের জন্মদিনে মাস্ক এক্স (আগের টুইটার)-এ লিখেছেন, এই খসড়া বিল অতীতের শিল্পগুলোকে প্রণোদনা দিলেও ভবিষ্যতের শিল্পকে ব্যাপক ক্ষতি করবে। তিনি আরও বলেন, যারা এই বিলের পক্ষে ভোট দেবেন, তারা ভুল করবেন এবং লজ্জিত হওয়া উচিত।
প্রায় ১০০০ পৃষ্ঠার এই বিল নিয়ে সিনেটে এখনও আলোচনা চলছে। ট্রাম্প চান ৪ জুলাইয়ের মধ্যে বিল পাস করা হোক, তবে অনেক রিপাবলিকান সদস্য বিলের বিপুল ব্যয় ও কর ছাড় নিয়ে উদ্বিগ্ন।
ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে এর আগেও টানাপোড়েন চলছিল; মাস্ক সম্প্রতি ট্রাম্প প্রশাসন ছাড়েন এবং বিলের বিরোধিতা করেন। তিনি এমনকি ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত যৌন কেলেঙ্কারির প্রমাণ ফাঁস করার ইঙ্গিত দিয়েছেন, যদিও কোনো প্রমাণ দেননি। পরে মাস্ক কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ট্রাম্পও বিষয়টিকে ‘ক্ষণিক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন।