ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’: যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা
বিশ্বখ্যাত উদ্যোক্তা ও টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম “আমেরিকা পার্টি”, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
ইলন মাস্ক বলেন, “আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।”
তবে এই রাজনৈতিক দলটি এখনো যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, কিংবা দলটির নেতৃত্ব কাঠামো কেমন হবে — তা পরিষ্কার করেননি মাস্ক।
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের প্রকাশ্য বিরোধ শুরু হয়। বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের বাজেট পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেন ইলন মাস্ক। তখন থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তায় ছিলেন তিনি। এমনকি তিনি এক্স-এ একটি জনমত জরিপও চালান, যাতে ২:১ ব্যবধানে ব্যবহারকারীরা নতুন দল গঠনের পক্ষে মত দেন। সেই ফল উল্লেখ করে মাস্ক বলেন, “তারা এটা চায়, এবং তারা সেটা পেতে যাচ্ছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ছিলেন ট্রাম্পের বড় সমর্থকদের একজন। তিনি ট্রাম্পকে পুনঃনির্বাচিত করতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। নির্বাচনের পর তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE)-এর দায়িত্ব দেওয়া হয় — যার কাজ ছিল বাজেটে ঘাটতি কমাতে করণীয় নির্ধারণ করা।
কিন্তু চলতি বছরের মে মাসে মাস্ক প্রশাসন থেকে পদত্যাগ করেন এবং ট্রাম্পের নতুন ট্যাক্স ও বাজেট পরিকল্পনার কঠোর সমালোচনা শুরু করেন। ট্রাম্পের তথাকথিত ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস হলেও মাস্ক বলছেন, এটি যুক্তরাষ্ট্রকে আগামী এক দশকে আরও প্রায় ৩ ট্রিলিয়ন ডলার ঘাটতির দিকে ঠেলে দেবে।
নতুন দল গঠনের এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ কতটা জনসমর্থন আদায় করতে পারে এবং এটি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সঙ্গে বাস্তবে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।