ইরান-ইসরায়েল সংঘাত থামাতে পুতিন-এরদোয়ানের টেলিফোন আলোচনা
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে উদ্যোগ নিচ্ছেন বিশ্বনেতারা। সোমবার (১৬ জুন) এই সংকট নিরসনে ফোনালাপে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উভয় নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানান।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান একমত হয়েছেন যে, ইরানের পরমাণু কর্মসূচিসহ অন্যান্য বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। তারা মনে করেন, এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
এদিকে একইদিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফোনালাপে কথা বলেন। তিনি জানান, ইরান যুদ্ধ শুরু করেনি এবং সংঘাতের পরিধি বাড়াতে চায় না। তবে কোনো ধরনের আক্রমণের ‘আনুপাতিক জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পেজেশকিয়ান বলেন, “ইসরায়েলি আগ্রাসনে আমাদের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিটি হামলার জবাব যথাযথভাবে দেব।”
বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল সংঘাত এখন কেবল আঞ্চলিক সীমানায় আটকে নেই। এটি পরিণত হয়েছে এক আন্তর্জাতিক নিরাপত্তা সংকটে, যার সমাধানে বৈশ্বিক শক্তিধর দেশগুলোর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।