চলমান সংঘাত ও পরমাণু প্রকল্প ইস্যুতে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এই বৈঠকে তাঁর সঙ্গে অংশ নিচ্ছেন ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিকরা।
বৈঠকে উপস্থিত থাকবেন:
মূলত ইসরায়েলের লাগাতার বিমান হামলা, ইরানের পরমাণু কার্যক্রম এবং আঞ্চলিক নিরাপত্তা সংকটকে ঘিরে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত ১৩ জুন থেকে ইরানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে। এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিসহ ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এরই জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করেছে, যাতে ইসরায়েলেও প্রায় ৫০০ জনের বেশি নিহত ও আহত হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক কূটনীতিকদের এই বৈঠক এক গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান ও বিশ্বের ছয় শক্তিধর দেশের (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) মধ্যে স্বাক্ষরিত ‘জ্যাকোপা’ চুক্তি অনুসারে ইরান শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালাতে সম্মত হয়েছিল। তবে ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, যার ফলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।
বর্তমানে ইউরোপীয় দেশগুলো আবারো ইরানকে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতার পথে ফেরাতে চাইছে। জেনেভা বৈঠক সেই উদ্যোগেরই অংশ বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: বিবিসি.