মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৮:৩৭

ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পালাচ্ছেন মার্কিন নাগরিকরা

প্রতিবেদক
staffreporter
জুন ২১, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পালাচ্ছেন মার্কিন নাগরিকরা

ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পালাচ্ছেন মার্কিন নাগরিকরা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। উভয় দেশ একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এই সংঘাত শুধু দু’দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মাত্রা পেতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েল থেকে গণহারে পালাচ্ছেন মার্কিন নাগরিকরা।

আল জাজিরা জানিয়েছে, গত এক সপ্তাহে শত শত মার্কিন নাগরিক ইরান থেকে স্থলপথে দেশ ছাড়ছেন। রয়টার্স হাতে পাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি গোপন বার্তায় বলা হয়েছে, বেশিরভাগ নাগরিক নিরাপদে ইরান ত্যাগ করতে পারলেও অনেকেই হয়রানি ও বিলম্বের শিকার হয়েছেন। এমনকি, একটি পরিবার জানিয়েছে, তাদের দুই সদস্যকে ইরান ছাড়ার সময় আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এই উদ্ধার ও সহায়তা কার্যক্রম আরো জটিল হয়ে পড়েছে। ইরান থেকে নাগরিকদের বের করে আনতে কোনো সরাসরি কনস্যুলার সহায়তা দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, ইসরায়েলেও বাড়ছে উদ্বেগ। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অন্তত ৭৯ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এর এক অভ্যন্তরীণ স্মারকের বরাতে।

সংঘাতের তীব্রতা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের ঘটনায়। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সম্পর্কিত ফারস নিউজ জানিয়েছে, ইসফাহানসহ লানজান, মোবারাকে ও শাহরেজা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। যদিও পারমাণবিক স্থাপনায় হামলার খবর মিলেছে, কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো রেডিয়েশন ছড়ায়নি এবং হতাহতেরও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলও জানায়, তাদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইরানি ড্রোন গোলান হাইটস এলাকায় গুলি করে নামানো হয়েছে। ড্রোনটি জনশূন্য এলাকায় পড়ায় কেউ আহত হয়নি।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আমিন পুর জদখি নামের এক ইরানি ড্রোন কমান্ডারকে তারা হত্যার টার্গেট করেছে। তিনি ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে শত শত ড্রোন ইসরায়েলের দিকে চালনার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন। এর আগে ১৩ জুন তারা তাহার ফুর নামের আরেক ড্রোন কমান্ডারকে হত্যা করে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা মধ্যপ্রাচ্যজুড়ে একটি বড় যুদ্ধের রূপ নিতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি