মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| ভোর ৫:৫৫

ইরানে ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, পারমাণবিক কর্মসূচি ধ্বংসের ঘোষণা

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
ইরানে ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, পারমাণবিক কর্মসূচি ধ্বংসের ঘোষণা

ইরানে ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, পারমাণবিক কর্মসূচি ধ্বংসের ঘোষণা

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত ৫০টি যুদ্ধবিমান ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ—সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র, পাশাপাশি বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র।

বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী উল্লেখ করে, “ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই সর্বশেষ হামলা।” তবে ইরান বহুদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনেও ইরানকে সক্রিয় অস্ত্র তৈরির প্রমাণহীন বলেই উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বিবৃতিতে আরও জানানো হয়, ইরানে ভূমি থেকে ভূমি ও আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল ও উপাদান উৎপাদনকারী কারখানাগুলোও এ হামলার লক্ষ্য ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (CTP) এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (ISW) জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানে ১৯৭টি বিমান হামলা চালিয়েছে, যা ইরান থেকে ইসরায়েলে চালানো মাত্র ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে পাঁচ গুণ বেশি।

থিঙ্ক ট্যাঙ্কগুলোর তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ এখন হ্রাস পাচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে তারা ইসরায়েলি বাহিনীর হাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো ও সংরক্ষণাগার ধ্বংস হওয়াকে দায়ী করেছে।

এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি