ইরানের ওপর ইসরায়েল চালানো সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একইসঙ্গে তারা দ্রুত এই উত্তেজনা থামানোর আহ্বান জানিয়ে বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। শনিবার (২১ জুন) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অংশ হিসেবেই আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘর্ষকে গভীর উদ্বেগের সঙ্গে মূল্যায়ন করা হয়।
এক যৌথ বিবৃতিতে আরব মন্ত্রীরা বলেন, “এই হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এমন ঘটনা ভবিষ্যতে বড় আকারের সংঘাতের রূপ নিতে পারে।” তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানান যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায় এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব হয়।
বৈঠকের আয়োজক ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন মুসলিম ও আরব দেশের শীর্ষ কূটনীতিকরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান-ইসরায়েল সামরিক সংঘর্ষ, সম্মেলনের মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে।
বিশ্লেষকরা মনে করছেন, আরব বিশ্বের এমন শক্ত প্রতিক্রিয়া ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও চাপে ফেলতে পারে এবং এ সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগকে বেগবান করতে পারে। যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে এখন প্রয়োজন বৃহত্তর আন্তর্জাতিক ঐক্য ও সক্রিয় উদ্যোগ।