ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ইরানে চলমান ইসরায়েলি হামলা থামানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
শনিবার (২১ জুন) জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, “আমরা যে গোয়েন্দা মূল্যায়ন পেয়েছি, তার ভিত্তিতে বলতে পারি, অন্তত দুই থেকে তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা আমরা পিছিয়ে দিতে পেরেছি।”
তিনি আরও বলেন, “এই হুমকি পুরোপুরি সরিয়ে দিতে যা কিছু করা দরকার, ইসরায়েল তা-ই করবে। হামলা থামানোর কোনও পরিকল্পনা আমাদের নেই।”
অন্যদিকে, ইরান সরকার বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তেহরান বরাবরই বলে আসছে, পারমাণবিক বোমা তৈরির কোনও আগ্রহ তাদের নেই।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এমন হুমকি ও ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলো বিষয়টি নিয়ে সতর্ক নজরদারিতে রয়েছে। পরিস্থিতির অবনতি হলে তা সারা বিশ্বের নিরাপত্তা ও জ্বালানি বাজারেও গভীর প্রভাব ফেলতে পারে।