ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি। শুক্রবার ভোরে এই হামলায় বিয়েরশেবা শহরসহ আশপাশের এলাকায় বিস্ফোরণ ঘটেছে, যার ফলে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার বিশাল কুন্ডলি আকাশ ঢেকে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘটনার ছবি প্রকাশ করেছে ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।
প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের কেন্দ্রস্থলে খোলা এলাকায় আগুন জ্বলছে, আশপাশে থাকা বহুতল ভবনগুলোর মধ্যে অন্তত একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ ও ছাই।
মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, শুক্রবার ভোরে রেড অ্যালার্ট সাইরেন বাজার কয়েক মিনিটের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যার লক্ষ্য ছিল বিয়েরশেবা শহরের তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনা। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একটি বেসামরিক হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে কমপক্ষে ১৩৭ জন আহত হন। আহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। সরাসরি বেসামরিক স্থাপনায় আঘাত হানার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আলজাজিরা.