মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ১০:০২

ইরানকে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
staffreporter
জুন ১, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
ইরানকে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানকে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানকে নতুন একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চুক্তিটি ইরানের স্বার্থে উপকারী হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র, যদিও এর নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। বিবিসির এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে, এই প্রস্তাবটি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে চুক্তি-সংক্রান্ত কিছু মূল উপাদান হস্তান্তর করেন। এরপর আরাগচি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, ইরান এই প্রস্তাবের জবাব দেবে নিজেদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার বিবেচনায় রেখে।

এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানায়, ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। বর্তমানে দেশটি ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুদ করেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, এত পরিমাণ ইউরেনিয়াম যথাযথ পরিশোধনের মাধ্যমে প্রায় ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো পর্যাপ্ত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “চুক্তিটি গ্রহণ করাই ইরানের জন্য ভালো হবে।” তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলেছেন—ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না।”

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আইএইএ-এর বোর্ড সভায় ইরানকে পারমাণবিক চুক্তির লঙ্ঘনকারী হিসেবে ঘোষণার পরিকল্পনা করছে। তবে ইরান এই অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করে সতর্ক করেছে, যদি তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তারা এর ‘উপযুক্ত জবাব’ দেবে।

গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় গোপন আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। দুই পক্ষই আশাবাদী হলেও মূল বিতর্ক রয়ে গেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে। আইএইএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান গত তিন মাস ধরে এমন হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা প্রতিটি মাসেই একটি করে পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সূত্রের দাবি, ইরান চাইলে দুই সপ্তাহের কম সময়েই অস্ত্র-মানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারে এবং কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমা তৈরিও সম্ভব। যদিও ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল

৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল

আজকের আবহাওয়া (১ জুলাই, ২০২৫)

আজকের আবহাওয়া (২৯ ডিসেম্বর, ২০২৪)

আজকের নামাজের সময়সূচি (১৮ ডিসেম্বর, ২০২৪)

'একে বনাম আরকে': আলিয়া ভাটের পোস্টার ঘিরে রহস্যের পর্দা উঠল

‘একে বনাম আরকে’: আলিয়া ভাটের পোস্টার ঘিরে রহস্যের পর্দা উঠল

রেমিট্যান্স-রফতানির প্রবৃদ্ধি সত্ত্বেও রিজার্ভ বাড়ছে না, স্থবির বিনিয়োগ ও ঋণ পরিশোধে ক্ষয়

রেমিট্যান্স-রফতানির প্রবৃদ্ধি সত্ত্বেও রিজার্ভ বাড়ছে না, স্থবির বিনিয়োগ ও ঋণ পরিশোধে ক্ষয়

সৌদিতে দাঁতের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদিতে দাঁতের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সন্ত্রাসে দণ্ডিত দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর, চলতি বছরে সংখ্যা ছাড়াল ১০০

সৌদি আরবে সন্ত্রাসে দণ্ডিত দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর, চলতি বছরে সংখ্যা ছাড়াল ১০০

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে: মির্জা ফখরুল

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে: মির্জা ফখরুল

আজকের মূদ্রার হার (১৩ ডিসেম্বর, ২০২৪)

বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত

বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত