মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৭:৩১

ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে ইসরায়েলি হামলা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে ইসরায়েলি হামলা

ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র, তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে অন্তত ৯ জন নিহত হয়েছে। আল মাসিরাহি টিভি জানায়, রাজধানী সানা ও আস সালিফ বন্দরে বিমান হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে হুতিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলায় সাতজন নিহত হয়েছে আস সালিফ বন্দরে, এবং রাস ইসায় তেল স্থাপনায় দুটি হামলায় আরও কয়েকজন মারা গেছেন। এছাড়া, বিদ্যুৎকেন্দ্র ও তেল স্থাপনাতে হামলা চালানো হয়।

এদিকে, হুতিরা লোহিত সাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে, যা পশ্চিমাদের জন্য পরিবহন ব্যয়ের বৃদ্ধি করেছে। ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েও তাদের থামাতে ব্যর্থ হয়েছে পশ্চিমা বাহিনী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি