মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৯:০২

ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্যে লা লিগা পুনরুদ্ধার করল বার্সেলোনা

প্রতিবেদক
staffreporter
মে ১৬, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্যে লা লিগা পুনরুদ্ধার করল বার্সেলোনা

ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্যে লা লিগা পুনরুদ্ধার করল বার্সেলোনা

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। এরপর আর মাত্র ২ পয়েন্ট প্রয়োজন ছিল কাতালানদের। তবে বাকি ছিল এখনও দুটি ম্যাচ। তার আগেই লা লিগার ২৮তম শিরোপা ঘরে তুলল বার্সা, এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে। এই জয়ের নায়ক ১৭ বছর বয়সী স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজে গোল করেছেন, আরেকটি করিয়েছেন সতীর্থকে দিয়ে।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেই দৃশ্যপট বদলে যায়। ৫৩তম মিনিটে দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়ার একপর্যায়ে ইয়ামাল একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে দুর্দান্ত শটে গোল করেন। শেষ সময়ে ম্যাচের ফল নিশ্চিত করেন লেভান্ডফস্কির বদলি হিসেবে নামা ফার্মিন লোপেজ, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

খেলার শুরুতে যদিও এস্পানিওল কিছুটা চমক দেখানোর চেষ্টা করে। চতুর্থ মিনিটে উর্কো গঞ্জালেসের নিচু শট লক্ষ্যে থাকেনি। ম্যাচের সপ্তম মিনিটে মাঠের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একটি ঘটনা ঘিরে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এরপর ম্যাচ পুনরায় শুরু হলে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যায়। তবে প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ইয়ামালের একক কৃতিত্বে বার্সা এগিয়ে যায়।

৮০তম মিনিটে ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা তাকে পেটে আঘাত করেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় রেফারি লাল কার্ড দেখান ক্যাবরেকে। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় এস্পানিওলকে।

এই জয়ের ফলে বার্সেলোনা ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। গত মৌসুমে লা লিগার ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল, এবার তাদের ছাড়িয়ে ফ্লিকের বার্সা পুনরুদ্ধার করল স্পেনের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামাল বার্সার হয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ, করেছেন ১৭টি গোল, অ্যাসিস্ট করেছেন ২৫টি। মাত্র ১৭ বছর বয়সেই ক্লাব এবং দেশের হয়ে এটি তার পঞ্চম শিরোপা। হ্যান্সি ফ্লিকও নিজের প্রথম মৌসুমেই জিতলেন স্পেনের ঘরোয়া প্রতিযোগিতায় ট্রেবল—সুপারকাপ, কোপা দেল রে এবং লা লিগা—তিনটি শিরোপাতেই হারিয়েছেন রিয়াল মাদ্রিদকে।

বার্সেলোনার এই শিরোপা জয়ে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও তাদের কোচ কার্লো আনচেলত্তির দল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ২০২৫

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ২০২৫

গাজায় একদিনেই নিহত আরও ৮৬ ফিলিস্তিনি, সহায়তা পয়েন্টে গুলিবিদ্ধ অর্ধশতাধিক

গাজায় একদিনেই নিহত আরও ৮৬ ফিলিস্তিনি, সহায়তা পয়েন্টে গুলিবিদ্ধ অর্ধশতাধিক

উচ্চ রক্তচাপের গোপন সংকেত: সতর্ক থাকুন এখনই

উচ্চ রক্তচাপের গোপন সংকেত: সতর্ক থাকুন এখনই

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট

ইতিহাসের এই দিনে (৩০ জুন, ২০২৫)

ইতিহাসের এই দিনে (২৫ এপ্রিল, ২০২৫)

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজানের সূচনা, এআই প্রযুক্তিতে চাঁদ দেখা

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজানের সূচনা, এআই প্রযুক্তিতে চাঁদ দেখা

ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলাপ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলাপ হয়েছে: ট্রাম্প

পদত্যাগের পরিকল্পনা করছেন নরেন্দ্র মোদি, শিবসেনার দাবি

পদত্যাগের পরিকল্পনা করছেন নরেন্দ্র মোদি, শিবসেনার দাবি

জিম্বাবুয়ের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যস্ত সূচি

জিম্বাবুয়ের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যস্ত সূচি