বর্তমানে ইনস্টাগ্রাম শুধু ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যম নয়, একে অপরের সঙ্গে যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেক সময় অপরিচিত ব্যক্তিদের পাঠানো বার্তা বিরক্তির কারণ হয়। এসব মেসেজ সরাসরি ইনবক্সে না এসে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামের একটি আলাদা ফোল্ডারে জমা হয়। এই ফোল্ডারে অনেক সময় অপ্রয়োজনীয় বা হয়রানিমূলক মেসেজও আসতে পারে।
আপনার ইনস্টাগ্রাম ব্যবহারের সময় যেন অস্বস্তিকর বা অপ্রত্যাশিত বার্তা না আসে, সে জন্য ইনস্টাগ্রাম একটি ফিচার রেখেছে, যাতে অপরিচিতদের বার্তা আসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া যায়।
নিচে ধাপে ধাপে জানানো হলো কীভাবে এই সেটিং চালু করবেন:
🔒 ইনস্টাগ্রামে অপরিচিতদের মেসেজ রিকোয়েস্ট বন্ধ করার পদ্ধতি:
✅ এই সেটিং চালু হলে, যেসব অ্যাকাউন্টকে আপনি ফলো করেন না এবং যারা আপনাকেও ফলো করে না— তারা আপনাকে কোনো মেসেজ পাঠাতে পারবে না। তাদের মেসেজ আপনার ইনবক্সে তো নয়ই, এমনকি “মেসেজ রিকোয়েস্ট” ফোল্ডারেও আর জমা হবে না।
🔔 এভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অভিজ্ঞতা আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে পারবেন।