রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫২

ইতিহাসের এই দিনে (৮ জানুয়ারি, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৮, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
ইতিহাসের এই দিনে (২ ফেব্রুয়ারি, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৮ জানুয়ারি, ২০২৫)

৮ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম দিন। বছর শেষ হতে আরো ৩৫৭ (অধিবর্ষে ৩৫৮) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]

  • ১৬৫৪ – ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
  • ১৬৭৯ – ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
  • ১৭৮০ – ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।
  • ১৮০৬ – ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
  • ১৮৬৭ – আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
  • ১৯১৬ – প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
  • ১৯১৮ – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার (fourteen points)-এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
  • ১৯২৬ – বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।
  • ১৯৪০ – ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু।
  • ১৯৫৯ – জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
  • ১৯৬৩ – প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন।
  • ১৯৭২ – পাকিস্তানের কারগার থেকে বাঙ্গালী নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উ্দ্দশ্যে যাত্রা করেন।
  • ১৯৭৩ – সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।
  • ১৯৭৭ – আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।
  • ১৯৭৮ – ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
  • ১৯৯৩ – সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।
  • ১৯৯৬ – জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।

জন্ম

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]

তথ্যসূত্র – উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ