রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৩৯

ইতিহাসের এই দিনে (৩০ ডিসেম্বর, ২০২৪)

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩০, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
ইতিহাসের এই দিনে (২ ফেব্রুয়ারি, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৩০ ডিসেম্বর, ২০২৪)

ঘটনাবলী

[সম্পাদনা]

  • ১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
  • ১৮০৩ – গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
  • ১৮৯৬ – ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদি জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
  • ১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।
  • ১৯০৬ – পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।
  • ১৯১৯ – লিঙ্কন্স ইন প্রথমবারের মত নারী বার শিক্ষার্থী ভর্তি করে।
  • ১৯২২ – সোভিয়েত ইউনিয়ন গঠিত।
  • ১৯২৫ – কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৩ – সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন।
  • ১৯৪৭ – দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।
  • ১৯৫৯ – চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৫ – ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের রাষ্ট্রপতি হন।
  • ১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন।
  • ১৯৭২ – ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বোমা বর্ষণ বন্ধ করে।
  • ১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।
  • ১৯৯৩ – ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
  • ১৯৯৭ – চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।
  • ১৯৯৯ – সাবেক বিটলস জর্জ হ্যারিসন তার ফ্রাইয়ার পার্কের বাসভবনে মাইকেল আব্রাম কর্তৃক আক্রান্ত হন।
  • ২০০৬ – মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলা।
  • ২০০৬ – ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জন্ম

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

  • স্লোভাকিয়ার স্বাধীনতা ঘোষণা দিবস
  • রিজাল ডে (ফিলিপাইন)
  • খাঞ্জা উৎসবের পঞ্চম দিন(আমেরিকা)
  • জাতীয় প্রবাসী দিবস (বাংলাদেশ)

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ