প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ
ইতিহাসের এই দিনে (১০ ডিসেম্বর, ২০২৪)
ইতিহাসের এই দিনে (১০ ডিসেম্বর, ২০২৪)
ঘটনাবলী
- ১৮১৭: মিসিসিপি যুক্তরাষ্ট্রের ২০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।
- ১৮৬৮: লন্ডনে প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে প্রথম ট্রাফিক বাতি স্থাপন করা হয়। এটি লাল ও সবুজ গ্যাসের বাতি ছিল।
- ১৮৮৪: মার্ক টোয়েনের বিখ্যাত উপন্যাস অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রথম প্রকাশিত হয়।
- ১৮৯৮: কিউবা স্পেনের শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯০১: আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
- ১৯০২: তাসমানিয়ার নারীরা ভোটাধিকার লাভ করেন।
- ১৯০৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট নোবেল পুরস্কার অর্জন করেন।
- ১৯৪৮: জাতিসংঘ মানবাধিকার ঘোষণা দেয়; এই দিন থেকে মানবাধিকার দিবস পালনের সূচনা।
- ১৯৭১: মুক্তিযুদ্ধে সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন নিখোঁজ হন।
- ১৯৮৮: আর্মেনিয়ার ভয়াবহ ভূমিকম্পে ৪৫,০০০-এরও বেশি মানুষ মারা যায়।
জন্ম
- ১৮১৫: অ্যাডা লাভলেস, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক।
- ১৮৩০: এমিলি ডিকেনসন, বিখ্যাত মার্কিন কবি।
- ১৮৭০: স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।
- ১৯০৯: মোহনলাল গঙ্গোপাধ্যায়, শিশু-কিশোর সাহিত্যিক।
- ১৯৪৯: মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশের রাষ্ট্রপতি।
মৃত্যু
- ১৮৯৬: আলফ্রেড নোবেল, নোবেল পুরস্কার প্রবর্তক।
- ১৯৭১: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
- ২০১২: ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের ১৩তম রাষ্ট্রপতি।
ছুটি ও অন্যান্য
- মানবাধিকার দিবস: জাতিসংঘের নির্দেশনায় বিশ্বব্যাপী পালিত হয়।
Copyright © 2025 Deshjogot News. All rights reserved.