ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনায় হঠাৎ ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) স্থানীয় সময় সকালে দক্ষিণ-পূর্ব অংশ ধসে পড়লে বিশাল বিস্ফোরণের সৃষ্টি হয়। এতে গ্যাস, ছাই ও গরম পাথরের ঢল বা ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ তৈরি হয়, যা প্রচণ্ড গতিতে ছুটে চলে এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থা (আইএনজিভি) জানিয়েছে, এই ধসের ফলে কয়েক কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ আকাশে উঠে যায় এবং আগ্নেয়গিরির মুখ থেকে লাভা ফোয়ারা বের হতে দেখা গেছে। সংস্থাটি আরও জানায়, আগ্নেয় কম্পনের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও এখন পর্যন্ত কোনও এলাকা থেকে লোকজনকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়া হয়নি, তবে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে পর্যটকদের অনেকে আতঙ্কে এলাকা ছেড়ে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, পর্যটকরা বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে ছুটে পালাচ্ছেন।
মাউন্ট এটনা প্রায়ই অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক সময়ের এই ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসেও এটনায় উল্লেখযোগ্য অগ্ন্যুৎপাত ঘটেছে। প্রায় ৩,৩০০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি ইউরোপের মূল ভূখণ্ডে সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত এবং গত কয়েক মাস ধরেই এর ভেতরে অস্থিরতা বাড়ছিল।