‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ চ্যারিটি কনসার্ট। এই কনসার্টের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান কনসার্টে অংশ নিচ্ছেন এবং তিনি পারিশ্রমিক ছাড়াই গাইবেন। তার নির্দেশ অনুযায়ী, পারিশ্রমিকের অর্থ ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনে’ প্রদান করা হবে।
কনসার্টে রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ, এবং শিল্পী সেজান, হান্নান ও সিলসিলাও গান পরিবেশন করবেন। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ পুরোপুরি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, সামনের সারির টিকিটের মূল্য ৪,৫০০ টাকা এবং সাধারণ টিকিটের মূল্য ২,৫০০ টাকা। শিক্ষার্থীদের জন্য টিকিটে রয়েছে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।
গান পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে থাকবে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, এবং মুগ্ধ ওয়াটার জোনসহ নানা আকর্ষণীয় আয়োজন। বিকেল ৪টায় কনসার্ট শুরু হবে, তবে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়।
এই উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে চলাচলকারীদের টোল মওকুফ করা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা রাখা হবে। একই সঙ্গে কনসার্টের টিকিটে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক মওকুফ করা হয়েছে।
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের পুরো আয়োজন থেকে প্রাপ্ত অর্থ শহীদ ও আহত পরিবারগুলোর জন্য ব্যয় করা হবে। এই মহৎ উদ্যোগে রাহাত ফতেহ আলী খানসহ সংশ্লিষ্ট সকলের ভূমিকা প্রশংসনীয়।