যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোকে কড়া সমালোচনা করে বলেছেন, এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন বা রাশিয়ার কাছ থেকে নয়, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
সম্মেলনে উপস্থিত অনেক রাজনীতিবিদ ভ্যান্সের এই মন্তব্যের বিরোধিতা করেন। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান কাজা কালাস একে ‘যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে লড়াইয়ের চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন।
ভ্যান্সের বক্তব্যে ইউরোপীয় নেতাদের বাক্স্বাধীনতা দমন ও ব্যাপক অভিবাসন নিয়ে দায়ী করার প্রসঙ্গও উঠে আসে। তবে রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তাঁর দেশ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
ভ্যান্স ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও টানেন এবং বলেন, যুক্তিসংগত শান্তি আলোচনা সম্ভব। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে আলোচনা করেন। তবে তাঁর ইউরোপবিরোধী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।